KPL ২০২৩ এর গ্রান্ড ফাইনাল এ মুখোমুখি হতে চলেছে ব্যাংক এশিয়া VS ফিহা সুপার জায়ান্ট।
ফাইনাল এর এই ম্যাচটি দুর্দান্ত হতে চলেছে। কারণ, এখন প্রজন্ত KPL ২০২৩ এর সেরা ব্যাটসম্যান এবং বলার ব্যাংক এশিয়ার দখলে।
সেরা ব্যাটসম্যান এর তালিকায় ৯৩ বলে ১৫৭ রান করে প্রথম সারিতে আছেন ব্যাংক এশিয়ার মিজানুর রহমান ও পরবর্তী ৪ জনই হলেন ফিহা সুপার জায়ান্ট এর যথাক্রমে – আবু সায়েদ (১৩৪), মাইদুল ইসলাম (১১৮), কামরুল হাসান শুভু (৮৯) এবং বায়জিদ আলম (৮৮)। এখন দেখার পালা ফিহা সুপার জায়ান্ট এর ৪ জন কি পারবে ব্যাংক এশিয়ার মিজানুর রহমান এর ১৫৭ রানকে টপকাতে।
আবার সেরা বলার এর তালিকাতেও ১৩.৪ ওভার করে ২১ উইকেট নিয়ে প্রথম আসন দখল করে আছেন ব্যাংক এশিয়ার আবু মুসা। এর পরেই ১৭.২ ওভারে ১৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ফিহা সুপার জায়ান্ট এর মাইদুল ইসলাম। তবে এখানেও কি ফিহা সুপার জায়ান্ট এর মাইদুল ইসলাম পারবে ব্যাংক এশিয়ার আবু মুসার দখলে থাকা ২১ উইকেট কে টেক্কা দিতে? আপনার মন্তব্য কি বলে?